ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর কর’ এই প্রতিপাদ্যের আলোকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান মৎস্য চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি সপ্তাহের কর্মসূচি উপস্থাপন করে প্রান্তিক মৎস্যচাষীদের জন্য করণীয় ও মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়েও আলোচনা করেন।

এ সময় মাঠ সহকারী মফিজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।