জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জামালপুরে এইচআরডি নেটওয়াকের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনাকালীন জামালপুরে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবাধিকার সংরক্ষণে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার সামনে রেখে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা কক্ষে অনুষ্ঠিত সভায় ৩০ জন ডিফেন্ডার অংশ নেন। এতে বক্তব্য রাখেন নেটওয়ার্কের সদস্য মিনারা পারভীন, শরিফ উদ্দিন, আরজু আহম্মেদ, রুমা ইয়াসমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেটওয়ার্কের সদস্য সচিব সাব্বির হোসেন রিয়াদ। উন্নয়ন সংঘের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল।

জামালপুরে এইচআরডি নেটওয়াকের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সভা সূত্র জানায়, করোনাকালীন জামালপুরে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় উপস্থিত সবাই উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া সংঘটিত সহিংসতার ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন গ্রামাঞ্চলে নির্যাতনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে অনেকেই আবেগ আপ্লুত হন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে মানবাধিকার কর্মীসহ সমমনা সংগঠনদের সাথে নিয়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রস্তাব করা হয়।