নকলায় গ্রেনেড হামলা দিবস পালিত

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাসের প্রভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব মেনে পালিত হয়েছে গ্রেনেড হামলা দিবস।

২১ আগস্ট সকাল ৮টায় পৌর শহরের উত্তরবাজারস্থ জোড়াব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগ। পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আম্বিয়া খাতুন, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্মসাধারণ সম্পাদক শাহ্ মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান সুজা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক আব্দুর রশিদ সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্মআহ্বায়ক রেজাউল করিম রিপন, রাজনৈতিক ও সহযোগী অঙ্গ সংগঠনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও যুবলীগের আয়োজনে বিকেলে নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।