বকশীগঞ্জে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যাগে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যাগে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

ঈদের দ্বিতীয় দিন ২২ জুলাই ইসলামিক রিলিফ বাংলাদেশ এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমএসডিপি) এর আওতায় সাধুরপাড়া, মেরুরচর ও বগারচর ইউনিয়নে ৪৫টি গরু জবাই করা হয় এবং এক হাজার ৫৭৫টি পরিবারের মাঝে দুই কেজি গরুর মাংস বিতরণ করা হয়।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যাগে দুস্থদের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

এসময় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, মেরুরচর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু উপস্থিত ছিলেন।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক মো. রিয়াজ উদ্দিন, সহকারী প্রকল্প কর্মকর্তা মো. ওয়াহিদুল মোমেন, সহকারী প্রকল্প কর্মকর্তা (টেকনিক্যাল) লামিয়া সুলতানা ইফার সহযোগিতায় কোরবানির মাংস বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।