নকলায় ৪,১২০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুরের নকলা উপজেলার ৪টি ইউনিয়নের কর্মহীন, অসহায় ও দুঃস্থ শ্রমজীবী পরিবারের মাঝে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১০ জুলাই উপজেলার নকলা, উরফা, টালকী ও চরঅস্টধর ইউনিয়নের ৪ হাজার ১২০টি পরিবারের মাঝে ওই অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান বলেন, আজ চারটি ইউনিয়নের ৪ হাজার ১২০টি পরিবারের মাঝে জনপ্রতি ৫০০ টাকা করে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ওই মানবিক সহয়াতা প্রদান করা হয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে ওই সহায়তা প্রদান করা হবে। করোনা প্রতিরোধে আপনারা সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিয়মিত মাস্ক পরিধান করুন। বিনাপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না।