দেওয়ানগঞ্জে কঠোর লকডাউনে হোটেল খুলে রাখায় অর্থদণ্ড

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারীতে পালিত হচ্ছে সরকার ঘোষিত লকডাউন।

সরকারি বিধি নিষেধ অমান্য করে হোটেলে খাওয়ানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৮ হাজার টাকা অর্থদণ্ড করেছেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান।

জানা গেছে, লকডাউনের ৫ম দিনে ৫ জুলাই সরকারি বিধি নিষেধ অমান্য করে পৌর শহরের বাজারের হোটেল মালিক অরজন ও আবুছালেহ ২টি হোটেল খুলে রেখে মানুষদের খাওয়াচ্ছিল ।

লকডাউনে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নজরদারী। ছবি : বাংলারচিঠিডটকম

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি না মেনে হোটেলে বসিয়ে সাধারণ মানুষকে খাওয়ানো অভিযোগে ২টি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধির ২৬৯ ধারায় ২টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চলমান লকডাউন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন- দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, বিজিবি ৩৫ ব্যাটালিয়ান নায়েব সুবেদার সাইদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এলান প্রমুখ।