করোনায় জামালপুরে একদিনে মৃত্যু ৩, শনাক্ত ২৪, শনাক্ত হার ২৭.২৭%

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলায় গত ২৪ ঘন্টায় ৮৮টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন ২৪ জন। একদিনে শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ২৭ দশমিক ২৭ ভাগ। ১৯ জুন একদিনে করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুসহ জেলায় এ পর্যন্ত মারা গেলেন ৪২ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে একদিনে সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ২৭ ভাগে। একদিনে নতুন করে আক্রান্তদের মধ্যে জামালপুর সদর হাসপাতালের একজন স্টাফ নার্স ও একজন ওয়ার্ডবয় এবং শেখ হাসিনা মেডিকেল কলেজের দু’জন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে জামালপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি ২২ জন নিজ নিজ বাসাবাড়িতে আইসোলেশনে রয়েছেন।

জামালপুর সদর হাসপাতাল সূত্র জানায়, করোনায় আক্রান্ত হয়ে ১৯ জুন জামালপুর সদর হাসপাতালে দু’জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইদিন আগে জামালপুর শহরের কাছারীপাড়া এলাকার আয়কর আইনজীবী মো. আতাউর রহমান (৬৫) করোনা পজিটিভ হন। তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। ১৯ জুন বেলা ১১টার দিকে তাকে জামালপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হলে দুপুরে মারা যান তিনি।

একই দিন জামালপুর শহরের পাথালিয়া এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. রকিবুল ইসলাম (৬০) করোনার উপসর্গ নিয়ে জামালপুর সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়ে মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। একই দিন বিকেলে করোনা পজিটিভ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামালপুর শহরের পাথালিয়া এলাকার পিডিবি কর্মচারী মো. বেলায়েত হোসেন (৫৬)।

সূত্রটি আরও জানায়, ১৯ জুন একদিনে তিনজনের মৃত্যুসহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেলেন ৪২ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট ২৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষায় মোট দুই হাজার ৪৮৯ জন করোনায় আক্রান্ত হন। তাদের মধ্যে দুই হাজার ২২৫ জন সুস্থ হয়েছেন।

বাংলারচিঠিডটকমের ফেসবুক পাতা : facebook.com/BanglarChithi