দেওয়ানগঞ্জে কুকুরের ভ্যাকসিন বিষয়ে অবহিতকরণ সভা

সভায় বক্তব্য রাখেন ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৌরসভাসহ ৯টি ইউনিয়নে কুকুরের শরীরে ভ্যাকসিন দেওয়া হবে। জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম সিডিসি’র উদ্যোগে ৮ মার্চ এ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আহসান হাবিবের সভাপতিত্বে আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক আবু রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক ইউনুছ আলী, ভেটেরিনারি সার্জন চিকিৎসক এ কে এম আতিকুর রহমান, ওসি মুহাম্মদ মহব্বত কবির, দুপ্রক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের এমডিবি সুপারভাইজার হায়দার আলম, তাহমিদ খান, ইউপি চেয়ারম্যান ছামিউল হক প্রমুখ।