বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহরে বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় উপজেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এবং উপসহকারী প্রকৌশলী জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট এর সুপারিনটেনডেন্ট মো. সোহরাব হোসেন, উপজেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।