বকশীগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ, চারজনকে কারাদণ্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি রাতে ওই বিয়েটি বন্ধ করা হয়।

এ সময় বাল্যবিবাহের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর ভাই ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার চর কাউরিয়া সীমার পাড় গ্রামের মৃত ছামু মিয়ার শিশু কন্যা ও চরকাউরিয়া সীমারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষাথী শান্তি আক্তারের (১২) বিয়ে ঠিক হয়। বিয়ের সকল কার্যক্রম সম্পন্ন করা হলে খবর পেয়ে ৫ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ে বাড়িতে হানা দেন ইউএনও মুন মুন জাহান লিজা।

এ সময় বিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় ভাই সাজ্জাদ হোসেন, বিয়ের আসরে থাকা বর মো. রিয়াদ হোসেনসহ ৪ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও মুন মুন জাহান লিজা।