বকশীগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ ঠেকাল প্রশাসন!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার নির্দেশে ২ ফেব্রুয়ারি রাতে ওই বিয়েটি বন্ধ করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামের আবুল হাশেমের ছেলে শামীম মিয়ার (১৮) সঙ্গে মেলান্দহ উপজেলার পূর্ব আদ্রা গ্রামের আবদুল রাজ্জাকের মেয়ে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী তানজিলা আক্তারের (১৫) বিয়ের জন্য আলাপ আলোচনা হচ্ছিল।

মেয়ের পক্ষের লোকজন ছেলে শামীম মিয়ার বাড়িতে এ নিয়ে বৈঠকে বসেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তীকে ওই বাড়িতে পাঠান।

পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে দুই পক্ষের কাছে প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গীকার নেয়া হয়।