জামালপুরে আদর্শ সমাজ কল্যাণ সংঘ গঠিত, মোজাম্মেল সভাপতি মনিরুজ্জামান সম্পাদক

আদর্শ সমাজ কল্যাণ সংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

একটি সুশীল, সুন্দর এবং আদর্শ সমাজ গঠন করার লক্ষ্য সামনে রেখে জামালপুর পৌরসভাধীন বামুনপাড়া গ্রামে গঠন করা হয় একটি অরাজনৈতিক সামাজিক ও উন্নয়নমূলক সংগঠন আদর্শ সমাজ কল্যাণ সংঘ। ১৫ জানুয়ারি বাদ এশা এ উপলক্ষে অনুষ্ঠিত এক সাধারণ সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

বামুনপাড়া-তিরুথা জামে মসজিদে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল হক। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষক মিয়ার উদ্দিন, সমাজসেবক বিদ্যুৎ মন্ডল প্রমুখ।

আদর্শ সমাজ কল্যাণ সংঘের সাফল্য কামনায় মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে মাওলানা মো. মোজাম্মেল হককে সভাপতি, মো. রুকনকে সহসভাপতি এবং মো. মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

অন্যায়ের পথ থেকে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসা, মাদক, নারী, শিশু নির্যাতন প্রতিরোধ, সন্ত্রাস, জুয়া, জঙ্গিবাদ, যৌতুক, দুর্নীতিমুক্তসহ শান্তিপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সংগঠনের লক্ষ্যপূরণে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন। পরে সংঘের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।