ইসলামপুরে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ বই বিতরণ

বই বিতরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ড. আতিউর রহমানের ‘বঙ্গবন্ধু বাংলাদেশের প্রতিচ্ছবি’ বই বিতরণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল।

২ জানুয়ারি বিকালে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বই বিতরণ করেন তিনি।

সোলার কন্ট্রাকশনের স্বত্বাধিকারী মোরশেদুল রহমান মাসুম খান, সোলার ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী প্রকৌশলী সোহেল খান, রুশিন গ্রুপের স্বত্বাধিকারী শাহিনুজ্জান ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদের পৃষ্ঠপোষকতায় বই বিতরণ অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল লতিফ সরকার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম মোস্তাফিজুর রহমান, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালামসহ অন্যান্যরা।

পরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে বই তুলে দেওয়া হয়।