করোনায় দেশে ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৬৩

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৩৯৮ জনে। নতুন করে আরও ১ হাজার ১৬৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশে মোট ৫ লাখ ৭ হাজার ২৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে দুই হাজার ১১৩ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৪৮ হাজার ৮০৩ জন করোনা থেকে সুস্থ হলো।

২৫ ডিসেম্বর বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৩টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৫১০টি। পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৬৯৫টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৪৯ হাজার ৩৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ছয়জন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৩৬ জন ও নারী এক হাজার ৭৬২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচজন ও ষাটোর্ধ্ব ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, খুলনা ও রংপুর বিভাগে দুজন করে এবং ময়মনসিংহ বিভাগে একজন। এর মধ্যে হাসপাতালে ১৯ জন এবং বাড়িতে একজন মারা গেছে।