আইসিসিতে আবারও বিসিসিআইর ডিরেক্টর সৌরভ গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আরও একবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) ভারতীয় বোর্ডের ডিরেক্টর হিসেবে মনোনিত হলেন সৌরভ গাঙ্গুলী।২৪ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গাঙ্গুলীর বিকল্প ডিরেক্টর হিসেবে থাকবেন বোর্ড সচিব জয় শাহ। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ কমিটিতে প্রতিনিধিত্ব করবেন শাহ।

এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। ভেন্যু হিসেবে কলকাতা, মুাম্বই, আহমেদাবাদ, ধর্মশালা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মোহালিকে বেছে নেয়া হয়েছে।

তবে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য কর ছাড় করতে বিসিসিআইকে। কেন্দ্রীয় সরকারের থেকে কর ছাড়ে অনুমতি নিতে হবে বিসিসিআইকে। নয়তো প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতে চলে যেতে পারে।

তবে বিসিসিআই চাইলে এই করের টাকা দিতে পারে। করের পরিমাণ ১০ কোটি ডলারেরও বেশি। ধারণা করা হচ্ছে, সরকার কর ছাড়তে অনুমতি না দিলে বোর্ডই এই অর্থ দিয়ে দিবে।