শেরপুরের ৭৪টি গীর্জায় বড়দিন উদযাপন

শেরপুরে গীর্জায় বড়দিন উদযাপন। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিদেক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের পাঁচ উপজেলার ৭৪টি গীর্জায় শুভ বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর সকালে জেলার ঝিনাইগাতীর মরিয়মনগর খ্রীষ্টান ধর্মপল্লীতে প্রার্থণার মধ্যদিয়ে দিনটি’র সূচনা করেন সাধু জর্জ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এছাড়া সদর উপজেলা ও নকলাসহ সীমান্তবর্তী নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর গীর্জায় গীর্জায় উদযাপিত হয় বড়দিন। বাড়িতে বাড়িতে চলে কীর্ত্তন, প্রীতি ভোজ, প্রীতি ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানের আয়োজকরা জানান, এবার করোনা ভাইরাসজনিত পরিস্থিতির কারণে বড়দিনের অনুষ্ঠানাদি অন্যান্যবারের চেয়ে সীমিত আকারে করা হয়েছে। আর নিরাপত্তা করতে গীর্জায় গীর্জায় ছিল পুলিশী প্রহরা।