ঈদুল আজহা উপলক্ষে বাংলারচিঠিডটকম এর প্রকাশক মাইনুল ইসলাম মুনুর শুভেচ্ছা

বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিশ্ব মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু।

এক শুভেচ্ছা বার্তায় প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু বলেছেন, বিশ্ব মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা প্রতিবছর আমাদের মাঝে ঘুরে আসে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির উপলক্ষ নিয়ে। তাই এই ঈদের গুরুত্ব পরিসীম। ইসলাম ধর্মীয় ভাবগাম্ভীর্যের ঐতিহ্যগত ইতিহাসের পথ ধরে পবিত্র ঈদুল আজহার দিনে পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য লাভের সুযোগ ঘটে এই ঈদে। একই সাথে ঈদ উপলক্ষে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের খুশি-আনন্দ ভাগাভাগি করে একে অপরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার মেলবন্ধনে আবদ্ধ হওয়ারও সুযোগ ঘটে।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রাণঘাতি কোভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণের মহামারি পরিস্থিতি বিরাজ করায় সারাবিশ্বে এবারের ঈদ উদযাপন হতে যাচ্ছে অনেকটা ভয় ও শঙ্কার মধ্য দিয়ে। তবুও থেমে থাকবে না ঈদ আনন্দ উপভোগের সকল আয়োজন। তবে করোনাভাইরাস পরিস্থিতি মাথা রেখেই ঈদের জামাতে নামাজ পরা, পশু কোরবানি দেওয়া, পরিবার-পরিজন নিয়ে আত্মীয়স্বজনদের বাসাবাড়িতে বেড়াতে যাওয়া, দর্শনীয় স্থানে বেড়াতে যাওয়াসহ নানা আয়োজনে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজেকে সুরক্ষিত রেখেই চলতে হবে। আশা করি করোনাভাইরাসের এই মহামারির অন্ধকার কাটিয়ে উঠে পবিত্র ঈদুল আজহা সবার মাঝে অনেক অনেক আনন্দ বয়ে আনবে।

প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু পবিত্র ঈদুল আজহার এই শুভ দিনে বাংলারচিঠিডটকম এর সম্পাদক এবং সম্পাদনা ও বার্তা বিভাগে কর্মরত সকল সাংবাদিক, জেলা ও উপজেলা প্রতিনিধি সাংবাদিকবৃন্দ, বাংলাদেশসহ সারাবিশ্বের অগণিত প্রিয় পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা এবং জামালপুর জেলায় কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সকল সাংবাদিকসহ জামালপুর জেলাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদ মুবারক।