ইসলামপুরে বন্যার্তরা পেল চাল, ওষুধ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ভিজিএফ চাল ও ওষুধ বিতরণ করেছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

২০ জুলাই বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এম আবু তাহের, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমুখ।

জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যায় আক্রান্ত, অন্যান্য দুর্যোগাক্রান্ত, দুঃস্থ, অতিদরিদ্র ভিক্ষুকসহ যোগ্য পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় ইসলামপুর সদর ইউনিয়নে ৪ হাজার ৭০০টি কার্ডের জন্য ৪৭ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও ওষুধ বিতরণ করা হয়।