ইসলামপুরে ক্ষতিগ্রস্ত পরিবার পেল গবাদি প্রাণির খাদ্য

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গবাদি প্রাণির খাদ্য বিতরণ করা হয়েছে। যমুনার দুর্গমচর বেলগাছা ইউনিয়নের ৯৭৩টি পরিবারের মাঝে এই গো-খাদ্য বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ২১ জুলাই দুপুরে মন্নিয়া গ্রামে বেলগাছা অস্থায়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি হোসনে আরা বেগম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে গো-খাদ্য তুলে দেন।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক ছানোয়ার হোসেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন তোতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে গো-খাদ্য বিতরণ করা হবে। প্রতি ইউনিয়নের ৯৭৩টি পরিবার ৭৫ কেজি করে খাদ্য পাবেন।