করোনা রোধে ইসলামপুরে বন্যার্তদের মাস্ক, ত্রাণ বিতরণ

মাস্ক পড়িয়ে দিচ্ছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস রোধে জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার্তদের মাঝে মাস্ক বিতরণ করেছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। তিনি চিনাডুলী ইউনিয়ন ও বেলগাছা ইউনিয়নে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ করেন।

সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ ১৯ জুলাই দিনব্যাপী ত্রাণ বিতরণকালে যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করেন ও অনেককে মুখে পড়িয়ে দেন। একইসাথে সকলকে বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করার অনুরোধ জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, সহদপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জুয়েল, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিব চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।