ইসলামপুরে নন এমপিও শিক্ষক কর্মচারীরা পেলেন প্রধানমন্ত্রীর প্রণোদনা চেক

প্রণোদনার চেক হস্তান্তর করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ জুলাই বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ৬টি কলেজ ও ২৪টি স্কুল ও জুনিয়র হাইস্কুলের ২১৩ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা করে এবং ১১৭ জন কর্মচারীকে দুই হাজার ৫০০ টাকা করে মোট ১৩ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার প্রণোদনার চেক হস্তান্তর করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

চেক হস্তান্তরকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এসএম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ ও রোজিনা আক্তার চায়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার উপস্থিত ছিলেন।