ইসলামপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

ইসলামপুরে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মহামারী কোভিড-১৯ প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি’ এই আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১১ জুলাই উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, জেলা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল প্রমুখ।

এ সময় পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমের জন্য এফপিআই, এসএসিএমও, এফডাব্লিওভি, এফডাব্লিওএ পেইড ভলেন্টিয়ার, এনজিও কর্মীসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের উপজেলা শ্রেষ্ঠ সেবা কেন্দ্র হিসেবে ৮টি ক্যাটাগরিতে ৮টি পুরস্কার দেওয়া হয়।