লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর থেকে
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় মাস্ক না পরার কারণে চারজন পথচারীকে এবং দোকানে মূল্য তালিকা না থাকার কারণে একজন মাংস ব্যবসায়ী ও একজন মুদিদোকানীকে ছয় হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।
৪ জুন ইসলামপুর বাজার এলাকায় এ অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী।
সুরাইয়া আক্তার লাকী জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া কেউ চলাফেরা করলে তাকে কোনও ছাড় দেওয়া হচ্ছে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন।