লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৬২ লাখ টাকা ব্যয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার পচাবহলা উচ্চ বিদ্যালয় ও বাজার রক্ষাকল্পে প্রতিরক্ষামূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল এই কাজের উদ্বোধন করেন।
ইসলামপুর পচাবহলা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১০ মে দুপুরে এ আলোকে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগে নেতৃবৃন্দ,ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নে মেসার্স গুডম্যান এন্টারপ্রাইজ নির্মাণ কাজ সম্পন্ন করবে।