নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
শেরপুরের নকলা উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র ও নিম্নআয়ের ২০০ পরিবারের মধ্যে বিতরণের জন্য খাদ্য সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের কাছে হস্তান্তর করেছে আশা। ১০ মে দুপুরে উপজেলা পরিষদের সামনে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করে আশা।
এ সময় আশা’র নকলা আঞ্চলিক ব্যবস্থাপক মেহরাজ উল্লাহ সৌরভ, শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ সাংবাদিক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর প্রতি ব্যাগে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি লবণ ও ১ লিটার তেল।