যমুনা সারকারখানা এক মাস বন্ধের পর ফের ইউরিয়া উৎপাদন শুরু

যমুনা সার কারখানা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে যমুনা সার কারখানায় ফের উৎপাদন চালু হয়েছে। টানা এক মাস বন্ধ থাকার পর ৩ মে রাত ১১টা থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

জেএফসিএল সূত্র জানায়, অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে গত ৪ এপ্রিল সকাল সাড়ে ১১টায় কারখানা বন্ধ হয়। এতে কারখানার ইউরিয়া উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব দক্ষ জনবল দিয়ে দীর্ঘ এক মাস মেরামত করে ৩ মে রাতে উৎপাদনে আসে কারখানাটি।

এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাভেদ আনোয়ার জানান, যমুনা সার কারখানার অ্যামোনিয়া প্লান্ট শাখার যান্ত্রিক ত্রুটির কারণে এক মাস বন্ধ রাখা হয়। তারপর নিজস্ব জনবল দিয়ে টানা এক মাস মেরামত করে ৩ মে রাতে ইউরিয়া উৎপাদন শুরু হয়। নিজস্ব জনবল দিয়ে মেরামত করানোর কারণে অতিরিক্ত টাকার প্রয়োজন হয়নি।

জানা গেছে, ১৯৯১ সালে যমুনা সার কারখানা প্রতিষ্ঠার পর থেকেই উত্তরাঞ্চলের ১৬টি জেলা ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সারের চাহিদা পূরণ করে আসছে। বিসিআইসি নিয়ন্ত্রিত কেপিআই-১ মানসম্পন্ন এ প্রতিষ্ঠানে শুরুতে দৈনিক এক হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হলেও বর্তমানে গ্যাস স্বল্পতায় তা কমে এসেছে। স্বাভাবিক উৎপাদনের জন্য ৩২০ পিএসআই চাপ গ্যাসের প্রয়োজন থাকলেও সর্বশেষ তথ্যমতে মাত্র ১৮০ পিএসআই সরবরাহ রয়েছে। বর্তমানে তা দিয়েই ইউরিয়া উৎপাদন কাজে ব্যবহার করা হচ্ছে।