সরিষাবাড়ী হাসপাতালে পিপিই দিলেন প্রকৌশলী মাহবুবুর রহমান
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় করোনাভাইরাস থেকে সুরক্ষায় উপজেলা হাসপাতালের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ।
২৩ এপ্রিল সকালে মাহবুবুর রহমান হেলালের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা হাসপাতালেরর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক গাজী রফিকুল হকের কাছে ২৫টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও অন্যান্য সুরক্ষা সামগ্রীতুলে দেন তার ভাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম বিদ্যুৎ।
প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল বলেন, দেশের প্রধানমন্ত্রী সবাইকে এসময়ে এগিয়ে আসতে বলেছেন। করোনা যুদ্ধে যারা বেশি ঝুঁকিতে আছেন তারা হলেন চিকিৎসক-স্বাস্থ্যকর্মী। সরকারি নির্দেশনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবার। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ প্রমুখ।