বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেল ২০০ পরিবার

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী অসহায়দের হাতে তুলে দেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ২০০ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী (৫ কেজি চাল) বিতরণ করা হয়েছে।

২২ এপ্রিল উপজেলা পরিষদের সহযোগিতায় বগারচর ইউনিয়ন ও বকশীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

উপহার সামগ্রী বিতরণকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা স্বর্ণজিৎ দেব ও উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।