পাথালিয়ায় নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ দিল আমাদের গ্রাম আমাদের ভাবনা সংগঠন

নিম্নআয়ের মানুষের হাতে ত্রাণ তুলে দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের কারণে ঘরে থাকা কর্মহীন ও নিম্নআয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিম পাড়ার ‘আমাদের গ্রাম আমাদের ভাবনা’ সংগঠন। ৩১ মার্চ দুপুরে পাথালিয়া পশ্চিম পাড়া এলাকার ২০০ স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজর শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক কামরুল হাসান, জাকির হোসেন তারা, সংগঠনের প্রতিষ্ঠাতা আরেফিন রাসেল মজনু, উপদেষ্টা হাসান আলী, ছামিউল হক, ফেরদৌস মিয়া, কালাম শেখ, মো. জুয়েল হোসেন, লিটন মৃধা, কাউসার আহম্মেদ উকিল, সুমন মাস্টার, আল আমিন, সদস্য সুমন মাহমুদ, আলমগীর হোসেন, পলাশ মাহমুদ, আমজাদ প্রমুখ।

এছাড়াও স্থানীয় এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে ও জনসচেতনতায় সংগঠনটি করোনা সচেতনতায় প্রচারপত্রও বিতরণ করে।