করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নকলায় সেনাবাহিনীর টহল

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নকলায় সেনাবাহিনীর সচেতনতামূলক প্রচারণা ও টহল। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে শেরপুরের নকলা উপজেলায় টহল দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

২৯ মার্চ সকাল ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ৫৮ ব্যাটেলিয়ানের (টাঙ্গাইলের ঘাটাইল) ক্যাপ্টেন শাহরিয়ার রিফাতের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ সড়কে টহল দিতে এবং জনগণের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে মাইকের মাধ্যমে প্রচারণা করতে দেখা যায়।

মাইকের মাধ্যমে সেনাবাহিনী সদস্যরা আহ্বান জানিয়ে বলেন, ‘নিজে নিরাপদে থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। একসঙ্গে দুজন চলাফেরা করবেন না। কারও সঙ্গে কারও কথা বলতে হলে দূরত্ব বজায় রেখে কথা বলুন।’

এ সময় বিশেষ প্রয়োজন ব্যতীত লোকজনদের বাইরে বের না হওয়াসহ হোম কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধ জানানো হয়।