শহরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ছিটালো নকলা পৌরসভা

নকলা পৌরসভার উদ্যোগে শহরকে জীবাণুমুক্ত রাখতে রাস্তায় জীবাণুনাশক ছিটানো হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শেরপুরের নকলা পৌরসভার উদ্যোগে শহরকে জীবাণুমুক্ত রাখতে পৌর শহরের বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

২৮ মার্চ সকালে এ জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম উদ্বোধন করেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। এসময় পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌর পরিচ্ছন্নকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে পানিবাহী ট্রাকে করে জীবাণুনাশক পানি দিয়ে শহরের বিভিন্ন এলাকার রাস্তা ভেজানো কার্যক্রম চলছে এবং সচেতনতামূলক প্রচারপত্রও বিতরণ করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।