প্রত্যয় টি-২০ ক্রিকেট : পৃথক ম্যাচে জামালপুর জিলা স্কুল দিবা ও প্রভাতী শাখার জয়

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-দিবা শাখা দলের রাকিব। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রত্যয় ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৩ শহীদ দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ১০ মার্চ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম ম্যাচে হযরত শাহাজামাল (রহ.) স্কুল এন্ড কলেজকে হারিয়েছে জামালপুর জিলা স্কুল-দিবা শাখা দল। দ্বিতীয় ম্যাচে সৃষ্টি সেন্ট্রাল স্কুল দলকে হারিয়েছে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দল।

প্রথম ম্যাচে খ-গ্রুপের হযরত শাহাজামাল (রহ.) স্কুলের অধিনায়ক মাশরাফি টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসের শুরুতে ব্যাটিং ভালো করতে না পারলেও মিডল অর্ডারের দুর্দান্ত ব্যাটিং তোপে শাহাজামাল (রহ.) স্কুল নির্ধারিত ২০ ওভার খেলে ৬ উইকেটে সংগ্রহ করে ১৬৩ রান। স্কোর : রাসেল ৭০ (৫০), আরমান ৩৯ (৪৫), রাহাত ০৪-০০-৪৩-০২, রাকিব ০৪-০১-১০-০১।

জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জামালপুর জিলা স্কুল-দিবা শাখার উদ্বোধনী ব্যাটিং জুটির নৈপুন্যে নির্ধারিত ২০ ওভার খেলায় ১৪.৩ বল খেলে দুটি উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে ৮ উইকেটে ম্যাচ জিতেছে তারা। জামালপুর জিলা স্কুল-দিবা শাখার রাকিব দুর্দান্ত খেলে টুর্নামেন্টে রেকর্ড গড়া ১০০ রানের একটি ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছে সে। স্কোর: রাকিব ১০০ (৫৩), শ্রাবণ ২০ (৩০), সাব্বির ০২-০০-৩৫-০১।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তুহিন সরকার জাবির ও নিহাদ জামান শ্রাবণ এবং স্কোরিং করেন সৌম্য দীপ বসু।

ম্যাচসেরার ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের ইরাম। ছবি : বাংলারচিঠিডটকম

দিনের দ্বিতীয় ম্যাচে অংশ নেয় ক-গ্রুপের জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা এবং সৃষ্টি সেন্ট্রাল স্কুল দল। শুরুতেই জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখার অধিনায়ক ইরাম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০২ রান। স্কোর: ইরাম ২৫ (৩১), নিহাল ২২ (১৭), সাঈদ ০৪-০০-১৮-০৪, সিজন ০৪-০০-২০-০২।

জবাবে ১০৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক সৃজনের দল সৃষ্টি সেন্ট্রাল স্কুল নির্ধারিত ২০ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০০ রান। ফলে ২ রানে ম্যাচ জিতে যায় জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা। স্কোর : রাজিন ৩৬ (৪৫), সিক্ত ২১ (১৮), সাইম ০৪-০০-১২-০৩, ইরাম ০৪-০০-২০-০৩। ম্যাচ সেরা হয়েছে বিজয়ী দলের রাজিন।

ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন নিহাদ জামান শ্রাবণ ও এ আর রিফান এবং স্কোরিংয়ে দায়িত্বে ছিলেন রাকিবুল হোসেন।

পরে দুই ম্যাচসেরা জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের রাজিন ও জামালপুর জিলা স্কুল-দিবা শাখা দলের রাকিবের হাতে ট্রফি তুলে দেন জামালপুর জেলা দলের সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক আনিসুর রহমান বিল্পব। এ সময় প্রত্যয় ক্লাবের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।