ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডকম

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গোয়ালেরচর ইউনিয়নের সভারচর উচ্চ বিদ্যালয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জয়ভান বেগম।

প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সভারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামপুরের এনএসভিসি প্রকল্পের মার্কেট ফ্যাসিলিটেটর রবিউল আউয়াল স্বপন। আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন জেন্ডার ডিজাস্টার এন্ড ক্লাইমেট চেইঞ্জ অফিসার মনোয়ারা পারভীন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য খলিলুর রহমান, সভারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদা খাতুন, ম্যানকেয়ার দলের সদস্য শেখ ফরিদ রোকেয়া বেগমসহ ম্যানকেয়ার দলের অন্যান্য সদস্য ও আরো অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সকল শিক্ষকমন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, উৎপাদক দলের সদস্য ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

এনএসভিসি প্রকল্পের আওতায় উন্নয়ন সংঘ দেওয়ানগঞ্জেও আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে বলে সংস্থা সূত্রে জানায়।