জামালপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর কুয়াশায় ঢেকে যায় সূর্য্য

ঘন কুয়াশা। সাথে গুঁড়ি গুড়ি বৃষ্টি। ছবিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ব্রহ্মপুত্র এলাকা থেকে তোলা হয় বেলা বারোটার দিকে। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ঘন কুয়াশায় ঢেকে যায় সূর্যের আলো। এমন বৈরি আবহাওয়া সবার দৃষ্টি কাড়লেও জনজীবনে কিছুটা বিড়ম্বনা দেখা দিয়েছে। ফসলের ক্ষতিও হতে পারে বলে মনে করছে জেলা কৃষি বিভাগ।

লক্ষ্য করা গেছে, ২৫ ফেব্রুয়ারি ভোর থেকেই দিনের তাপমাত্রা অন্যান্য দিনের চাইতে কিছুটা কমে যায়। চারদিক ছেয়ে যায় ঘন সাদা কুয়াশায়। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার সাথে যুক্ত হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সকাল থেকেই সূর্য ঢাকা পড়ে যায় কুয়াশা আর বৃষ্টিতে। বেলা ১২টার পর বৃষ্টি না থাকলেও সারাদিন আর সূর্যের দেখা মেলেনি। এমন বৈরি আবহাওয়ায় জনজীবনে বেশ বিড়ম্বনা লক্ষ্য করা গেছে। এ ছাড়া চলতি মৌসুমে উঠতি আলুসহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘আজকে (২৫ ফেব্রুয়ারি) ভোর থেকেই প্রথমে ঘন কুয়াশা পড়তে দেখা যায়। এরপর বেলা বাড়ার সাথে সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। অসময়ে এ ধরনের আবহাওয়াকে অস্বাভাবিক বলেই ধরে নেয়া যায়। এ ধরনের বৈরি আবহাওয়া ফসলের জন্য ক্ষতির কারণ বলেই মনে করি। তবে এই মুহূর্তে আলু ক্ষেতের ক্ষতি হওয়া ছাড়া অন্য কোনো ফসল তেমন নেই মাঠে। এই ধরনের আবহাওয়ায় আলু ক্ষেতে পোকার প্রাদুর্ভাব দেখা দিতে পারে।’