চট্টগ্রামে সংগঠক সম্মাননা পেলেন সরিষাবাড়ীর সাংবাদিক মাসুদুর রহমান

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছ থেকে সংগঠন সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক মাসুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠক সম্মাননা পুরস্কার পেলেন মুভি বাংলা টিভির প্রতিবেদক তরুণ সাংবাদিক মাসুদুর রহমান। জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম সিআরবির তাসফিয়া গার্ডেনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম মহানগর শাখা ‘ভাষার মর্যাদা রক্ষায়’ সংগঠকদের দায়িত্ব ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সংগঠক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় মানবাধিকার ইউনিটি চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি মো. হাসান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মিসেস হাসিনা জাফর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সদস্য সৈয়দ মাহমুদুল হক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ আহমদ, সিটিজিপোস্টডটকমের সম্পাদক জিয়া সহ স্থানীয় নেতৃবৃন্ধ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠক সম্মাননা পর্বে বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের সদস্য মাসুমা কামাল আঁখি, মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আমিনুল হক বাবু, কদমতলী কল্লোল সংঘের ফুটবল কমিটির চেয়ারম্যান লায়ন এম এ নেওয়াজ, মো. ইউসুফ সিদ্দিকী পিপিএম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ফরায়েজী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী লীগের যুগ্মআহ্বায়ক সুরেশ দাশসহ আরো ১০ জনকে সংগঠক সম্মাননা দেওয়া হয়।

অতিথিদের সাথে সম্মাননা স্মারক হাতে সাংবাদিক মাসুদুর রহমান ও অন্যান্য সংগঠকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এদিকে সাংবাদিক মাসুদুর রহমানকে সংগঠক সম্মাননা দেওয়ায় বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফোরাম কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা-সদস্যরা এবং মুভি বাংলা টিভি পরিবার জাতীয় মানবাধিকার ইউনিট চট্টগ্রাম মহানগর শাখাকে ধন্যবাদ জানিয়েছেন।

সাংবাদিক মাসুদুর রহমান বলেন, এই সম্মাননা আমার সমাজের প্রতি ও দেশের প্রতি দায়ভার বাড়িয়ে দিয়েছে। আমি চেষ্টা করবো এই সম্মাননার সম্মান রক্ষা করতে। আমার কাজের ক্ষেত্রে এ সম্মাননা অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাংবাদিক মাসুদুর রহমান মুভি বাংলা টিভিতে নিজস্ব প্রতিবেদক হিসেবে ঢাকায় কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি অনলাইন এমআরনভোবার্তা২৪ডটকমের সম্পাদক। তিনি দৈনিক জনতার সংবাদ পত্রিকার জামালপুর, দৈনিক সন্ধ্যাবাণী ও দৈনিক আলোচিত জামালপুর পত্রিকায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাসুদুর রহমান।