নকলায় হামদর্দের বিনামূল্যে চিকিৎসাসেবা

বিজয় দিবস উপলক্ষে নকলায় বিনামূল্যে ওষুধ বিতরণ করে হামদর্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মরণে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান, ওষুধ বিতরণ ও শরবত রুহ্ আফজা আপ্যায়নের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর সকালে শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দের চিকিৎসালয়ে এর আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাল আয়ুর্বেদ ও ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ও হারবাল চিকিৎসক জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী চিকিৎসা কর্মকর্তা মো. এখলাছুর রহমান, মো. সারোয়ার হোসেন, হামদর্দ জামালপুর অঞ্চল ব্যবস্থাপক মো. আলমীর হোসেন, হামদর্দের নকলা চিকিৎসালয়ের সহকারী চিকিৎসা কর্মকতা হেকিম মো. আরিফুজ্জামান, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক শফিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।