ইসলামপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ

ইসলামপুরে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

উপজেলার ১২৭ জন মুক্তিযোদ্ধা ও তিনজন প্রশাসনিক কর্মকতার মাঝে এই স্মাট কার্ড বিতরণ করা হয়। ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, মানিকুল ইসলাম মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জামান চৌধুরী প্রমুখ।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।