সানন্দবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধে স্পট মিটারিং অনুষ্ঠিত

সানন্দবাড়ী বাজারে স্পট মিটারিং কার্যক্রমে কর্মকর্তাবৃন্দ। ছবি : বোরহান উদ্দিন

সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পল্লীবিদ্যুতের দুইশতাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের জন্য জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারের মোহনা চত্বরে ২১ নভেম্বর দিনব্যাপী স্পট মিটারিং অনুষ্ঠিত হয়েছে।

সানন্দবাড়ী বাজারে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধের জন্য জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সহযোগিতায়, সানন্দবাড়ী হাটের ইজারাদার রেজাউল করিম লাভলুর পরামর্শে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতি বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয় এ স্পট মিটারিং কার্যক্রম চালায়।

স্পট মিটারিং কার্যক্রম উদ্বোধন করেন বকশীগঞ্জ পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক আক্তারুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী মহাব্যবস্থাপক রাহেবুর রহমান, কামালপুর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মেসবাহউল হক তুহিন, ওয়ারিং পরিদর্শক হারুনর রশিদ ও আবুবকর, মিটার টেস্টার আনিছুর রহমান, সানন্দবাড়ী হাট ইজারাদার রেজাউল করিম লাভলু, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা, চর আমখাওয়া ইউপি মেম্বার আব্দুল মান্নান, সাংবাদিক বোরহান উদ্দিন প্রমুখ।

সানন্দবাড়ী বাজারের ২৫০টি দোকানে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্পট মিটারিংয়ের মাধ্যমে অবৈধ সংযোগ বৈধ করে প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করে সংযোগ দেয়।

কামারের চর গ্রামে উঠান বৈঠকে পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক আক্তারুজ্জামানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে চর আমখাওয়া ইউনিয়নের কামারের চর গ্রামে উঠান বৈঠকে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন পল্লীবিদ্যুতের মহাব্যবস্থাপক আক্তারুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামারের চর উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মেসবাহউল হক তুহিন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী মোল্লা, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রেজাউল করিম লাভলু। এ গ্রামে ৭২টি পরিবার নতুন সংযোগ এর আওতায় এলো।