ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ঘর ছাড়তে বাধ্য হাজারো মানুষ এমবাপ্পেকে ছাড়াই দল ঘোষণা ফ্রান্সের ট্রাম্প চিফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসকে নিয়োগ দিলেন ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বাইডেন দুরমুটে সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণ ও হত্যা : র‌্যাবের অভিযানে সন্দেহভাজন আসামি রাসেল গ্রেপ্তার তারেক রহমানের ভিডিও বার্তা একেকটি কবিতার মতো : ব্যারিস্টার মওদুদ আহমেদ খান মুজিববর্ষের নামে অপচয় নিয়ে ডকুমেন্টেশন করা হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বকশীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

বকশীগঞ্জে গ্রেপ্তার অপহরণকারী বাবু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জে গ্রেপ্তার অপহরণকারী বাবু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অপহরণের ১১ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের মধ্য খেওয়ার চর গ্রামের আবদুল বাছেদের ছেলে বাবু মিয়া (২৩) একই গ্রামের মজিবর রহমানের নবম শ্রেণির পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে বাবু মিয়া মনিরার খাতুনের বাবা মজিবুর রহমানকে বিয়ের প্রস্তাব দেন।

মজিবর রহমান বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয় বাবু মিয়া। এরই জের ধরে ১১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে মনিরা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাবু মিয়া ও তার অন্যান্য সহযোগীরা মনিরার মুখ চেপে ধরে অপহরণ করেন।

পরে মনিরার বাবা মজিবর রহমান বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে তারা অপহৃতাকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবু মিয়ার বাড়ি থেকে অপহৃত মনিরা খাতুনকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত বাবু মিয়া ও তার ভাই ফজলু মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতেই ওই ছাত্রীর বাবা মজিবর রহমান চারজনকে আসামি একটি একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের ২২ সেপ্টেম্বর সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দানবীয় হয়েছিল বলেই পলায়ন করতে হয়েছে : শামীম তালুকদার

বকশীগঞ্জে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, দুই অপহরণকারী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৩০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
বকশীগঞ্জে গ্রেপ্তার অপহরণকারী বাবু মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অপহরণের ১১ দিন পর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। একই সঙ্গে দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতে বকশীগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের মধ্য খেওয়ার চর গ্রামের আবদুল বাছেদের ছেলে বাবু মিয়া (২৩) একই গ্রামের মজিবর রহমানের নবম শ্রেণির পড়ুয়া মেয়ে মনিরা খাতুনের (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে বাবু মিয়া মনিরার খাতুনের বাবা মজিবুর রহমানকে বিয়ের প্রস্তাব দেন।

মজিবর রহমান বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে ক্ষুব্ধ হয় বাবু মিয়া। এরই জের ধরে ১১ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে মনিরা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে বাবু মিয়া ও তার অন্যান্য সহযোগীরা মনিরার মুখ চেপে ধরে অপহরণ করেন।

পরে মনিরার বাবা মজিবর রহমান বকশীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানালে তারা অপহৃতাকে উদ্ধারের চেষ্টা করে। অবশেষে ২১ সেপ্টেম্বর রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাবু মিয়ার বাড়ি থেকে অপহৃত মনিরা খাতুনকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত বাবু মিয়া ও তার ভাই ফজলু মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী জানান, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় ২১ সেপ্টেম্বর রাতেই ওই ছাত্রীর বাবা মজিবর রহমান চারজনকে আসামি একটি একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের ২২ সেপ্টেম্বর সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।