
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশন এলাকা থেকে ১৪ সেপ্টেম্বর রাতে ফেন্সিডিলসহ মো. আলামিন মিয়া (২৫) নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া গ্রামের মো. মফিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ১৪ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে র্যাবের একটি আভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘বারমারী ফাতেমা রানীর পবিত্র তীর্থস্থান’ নামক মিশনের প্রধান ফটকের সামনে ‘তালেব স্টোর’ এর পাশে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারি মো. আলামিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪৮ বোতল ফেন্সিডিল ও একটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি মো. আলামিন মিয়ার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে শেরপুরের নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।