নকলায় মুজিববর্ষ ২০২০ পালন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় ‘মুজিববর্ষ ২০২০, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসন ১২ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এ সেমিনারের আয়োজন করে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকাদর, উপজেলা কৃষি কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মজিবর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক আবুল খায়ের মো. আনিসুর রহমান প্রমুখ।

স্থানীয় সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সেমিনারে অংশ নেন।