বকশীগঞ্জে ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বকশীগঞ্জে গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আট বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রের পুলিশ। ১১ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার বগারচর ইউনিয়নের ধারার চর এলাকায় চেকপোস্টে তাদের আটক করা হয়।

কামালেরবার্ত্তী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন ফরাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ১১ সেপ্টেম্বর রাতে ধারার চর এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা করে তদন্ত কেন্দ্রের পুলিশ। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা সীমান্ত থেকে মাদক নিয়ে ঢাকা ও আশপাশের জেলাতে এসব মাদক পাচার করতো।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার কাউনডাঙ্গা গ্রামের পরিতোষ চন্দ্র রায়ের ছেলে সাগর চন্দ্র রায় (২৫) ও শেরপুর সদর জঙ্গলদি গ্রামের হলু মাইরার ছেলে বাবুল মাইরা (৩৫)। ১২ সেপ্টেম্বর তাদেরকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।