ডেঙ্গু প্রতিরোধে জামালপুর জেলা আওয়ামী লীগের প্রচারণা

ডেঙ্গু প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, পরিচ্ছন্ন সমাজ-ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুর জেলা আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে। ৩ আগস্ট সকালে শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গৃহীত এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। কর্মসূচির উদ্বোধনী পর্ব শেষে শহরে শোভাযাত্রা বের হয়। এ সময় সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন ও দলীয় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে এবং ডেঙ্গু থেকে রক্ষা পেতে প্রধান সড়কের দু’পাশে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সফিকুল ইসলাম, জামালপুর পৌরসভার ভারপাপ্ত মেয়র ফজলুল হক আকন্দ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, যুগ্ম-সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. সুরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, প্রচার সম্পাদক দেবব্রত নাগ মধু, সদস্য নারায়ণ চন্দ্র পাল রানা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, শহর যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার উজ্জল ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।