ত্রাণ বিতরণ করলেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র

বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যা কবলিত এলাকায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরষ করেন পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন। ১৯ জুলাই দিনব্যাপী পৌর এলাকার বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, সারা উপজেলার ন্যায় সরিষাবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে মানুষসহ গবাদিপশু। এসব মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। বন্যাদুর্গত এলাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সরিষাবাড়ী পৌরসভার নিজস্ব অর্থায়নে এক হাজার বানভাসি মানুষের মাঝে শুকনো খাবারের প্যাকেট, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়।

এছাড়াও সরকারি বরাদ্দের ৫ মেট্রিক টন চাল ৫ কেজি করে বানভাসি পরিবারের মাঝে বিতরণ করেন সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন।

ত্রাণ বিতরণের সময় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ আলী, কাউন্সিলর কালা চান পাল, জহুরুল ইসলাম, সোহেল রানা, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন, সরিষাবাড়ী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রলীগনেতা নাজমুল হুদা বজলুসহ পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।