জামালপুরে মতিয়র রহমান তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী মতিয়র রহমান তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই সন্ধ্যায় বকুলতলায় জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী আমান উল্লাহ আকাশ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জি এস এম মিজানুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সালে সফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমীন চাঁন, ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, কোষাধ্যক্ষ আইনজীবী আবদুল্লাহ, সদস্য মনজুরুল ইসলাম লানজু, সারোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক হাসিনা আকাশ, শহর আওয়ামী লীগের যুগ্মআহবায়ক মনিরা চৌধুরী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, জেলা যুব মহিলা লীগের যুগ্মআহবায়ক ফারহানা সোমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জামালপুরের প্রয়াত রাজনীতিক আইনজীবী মতিয়র রহমান তালুকদারের রাজনৈতিক আদর্শ ও চিন্তাচেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ আওয়ামী লীগের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।