জামালপুরে বাংলা টিভির জন্মদিন পালিত

জামালপুরে বাংলা টিভির জন্মদিনের কেট কাটেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলা টিভির ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে বিকেলে বাংলা টিভি দর্শক ফোরামের আয়োজনে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলা টিভির জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, জামালপুরনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আইনজীবী ইউসুফ আলী, জামালপুরের অনলাইন নিউজপোর্টাল বাংলারচিঠিডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম, টিআইবি কর্মকর্তা আরিফ হাসান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, সাংবাদিক এম সুলতান আলম, ফজলে এলাহী মাকাম, বাংলা টিভি জেলা প্রতিনিধি কাওছার আহমেদ প্রমুখ।

বক্তারা বাংলা টিভিতে তৃণমূলের খবর তুলে ধরে দেশের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে খবর প্রচার করার পাশাপাশি শিশুদের শিক্ষামূলক, বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করার বিষয়ে আলোকপাত করেন। পরে কেক কাটা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।