
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
বকশীগঞ্জ পৌর এলাকার উন্নয়নের অংশ হিসেবে রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৫ মার্চ বিকালে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা ফায়ার সার্ভিস মোড়ের সিএন্ডবি রাস্তা থেকে চরকাউরিয়া পশ্চিমপাড়া পর্যন্ত ৫৭০ মিটার রাস্তার পাকাকরণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। নবনির্বাচিত পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর এ কাজের উদ্বোধন করেন।
এ সময় বকশীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ মিয়া, ব্যবসায়ী সুমন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তাঘাট নির্মাণ ও পাকাকরণ হবে। বকশীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করতে সকলের সহযোগিতায় পরিকল্পনা মাফিক সুুষম উন্নয়ন করা হবে।