
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম সওদাগর দায়িত্ব গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন। ৩ মার্চ সকালে পৌরসভা কার্যালয়ে প্রথম সভার মাধ্যমে তিনি কার্যক্রম শুরু করেন।
মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌর সচিব নুরুল আলম, কাউন্সিলর কামরুজ্জামান সুজন, হাসিবুর রহমান বাবুল ও মিজানুর রহমান।
সভায় সকল কাউন্সিলর ও পৌরসভার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রথম সভার মাধ্যমে কাজ শুরু করার পর পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বকশীগঞ্জ পৌরসভার উন্নয়নে পৌরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন।