নকলায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে নকলা সরকারি হাজী জালমামুদ কলেজ মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ও উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ শ্রদ্ধার্ঘ অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

২১ ফেব্রুয়ারি সকালে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন, মমিনাকান্দা আল-আমিন দাখিল মাদরাসা, বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা, নকলা শাহরিয়া ফাজিল মাদরাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটি পালন করে।

দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া উপজেলা সদরের বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।