সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
সারাদেশের মতো জামালপুরের ইসলামপুর উপজেলার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উৎসব শুরু হয়েছে। ১ জানুয়ারি দুপুরে ইসলামপুর জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে বই বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
বই বিতরণের সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, উপজেলার এ বছর ৫৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৮ হাজার ১৩৮ শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ ৪ হাজার ৬৭২টি বই, ৩৩টি দাখিল মাদরাসার ৭ হাজার ৯৭৯ শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ১৫ হাজার ৭৭৬টি, ৩৯টি এবতেদায়ি মাদরাসার ১৮ হাজার ৭৫৬ শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৩১ হাজার ৮১৮টি, ১৪টি এসএসসি ও দাখিল ভোকেশনালের ১ হাজার ৯৪০ শিক্ষার্থীদের মাঝে ৩৫ হাজার ৭০টি বই এবং সর্বমোট ৫৫ হাজার ৮১৩ শিক্ষার্থীদের মাঝে ৬ লাখ ৮৭ হাজার ৩৩৬টি বই বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২৬৪টি সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ১৩ হাজার বই বিতরণ করা হয়েছে।
এদিকে একই দিনে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার ১৮০ জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যবই বিতরণ করেন করা হয়েছে। মাদরাসার মাঠে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি পলবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রধান শিক্ষক আব্দুল জলিল। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাজিদুল হক খান মিরন, ইউনিয়ন পরিষদ সদস্য সানোয়ার হোসেন ছানু প্রমুখ।